আজ হয়ত জীবনের সেরা দিনগুলোর মধ্যে আরও একটি দিন অতিবাহিত করতে যাচ্ছি। ভার্সিটি জীবনের এক অবিস্বরণীয় মূহুর্ত র্যাগ ডে। আজ আমরা র্যাগ ডে পালন করলাম। র্যাগ ডে উপলক্ষে আমরা সাদা টি শার্ট তৈরী করি এবং ঐ টি শার্টে সবাই তার মনের ভাব প্রকাশ করে। আমার গায়ের টি শার্টেও সবাই আমার সম্পর্কে তাদের মনের অনুভুতিগুলো লিখে দেয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার বন্ধুদের প্রতি। তাদের অনুভুতিগুলো আমি রেখে দিতে চাই চিরকাল। টি শার্ট হয়ত একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু এই ইনটারনেট আমার বন্ধুদের অনুভুতি রেখে দেবে চিরকাল। তাই আমি এখানে আমার সব বন্ধুদের অনুভুতি আপনাদের সাথে শেয়ার করলাম।
বন্ধুদের অনুভুতিঃ
১) Really Great —-Basu.
২) ICCIT’ 09 Boy —–Jobed.
৩) ভাল থেকো —–
৪) Like ur personality —— Sourav.
৫) vai i miss u, কাজ দাও——সৈকত।
৬) Miss u —-Shihab(2k7)
৭) I love u—–NFS Rony.
৮) Take care vi—–Fahim.
৯) u r so nice, i miss u —— Rokib khan.
১০) জাতির ইতিহাস জানতে হবে তবেই না দেশের জন্য কাজ করতে পারবা —–সাওন।
১১) miss u vai —–Amit B.
১২) Always be happy, miss u——-Biva.
১৩) sorry নিজেকে sensor করতে পারলাম না——নাসিম
১৪) Idol of 2k5 for ICCIT——-dhoom2(amit)
১৫) be happy, চুলগুলো সজারুর মত—-ইতি।
১৬) castle যেতে চাই—–
১৭) Happy Rag Day—–Ashish.
১৮) amader vuel jas ne, kmn asis bondhu?——Godslave Asad.
১৯) miss করব—-tamu(tamanna)
২০) iamsrijon——Srijon.
২১) vai, i am gonna miss u—–Auvi.
২২) হায় হায় ভাই
কদিন পরে দেখব
তুমি পাশে নাই।——পারভেজ।
২৩) uncle i will miss u so much——-mama(jakaria).
২৪) My first room mate, 104—-Atik.
২৫) একটু বেশী বেশী—–ত্বাহা।
২৬) শান্তির শীতল ছায়ায় তুমি থাকো—–অপু।
২৭) Sincere boy ভাল থেকো—–Atithi.
২৮) ভাল থাকিস বন্ধু—–সোহাগ।
২৯) My school mate, college mate, varsity mate- best wishes to u——Shaon ECE 2k5
৩০) ভাল থাকবেন—–নাসির০৭
৩১) BOSS……——-সুমাইয়া।
৩২) Do not forget me—-Foysal2k7.
৩৩) অনেক বড় নেতা হও।——–
৩৪) কাছে থাকুন——–রিজেল।
৩৫) very good guy——A.M(amit mondal)
৩৬) $ কামানো শিখতে চাই——–ফরহাদ।
৩৭) ভাল থেকো—–মৌরী
৩৮) SEXY!! ——
৩৯) Imran, I like u—–svn(shovon)
৪০) Best room mate—–Rahi.
৪১) perfect man—-svo(shuvo).
৪২) all the best—-shawon.
৪৩) Always smile—-shuvro ece 2k5
৪৪) vi, vule jeo na, miss u—–grv(gourav)
৪৫) তোমার confidence খুব ভাল—-বিজন
৪৬) সবসময় কাছে পাওয়া
বন্ধু তুই…..ভুলতে পারবনা
miss u বলব না।
i don’t want to miss u ever
be my friend—–মাহমুদ ফয়সাল।
৪৭) ইমরান তুই তো আমাদের কাছে SWIM—–Tanim.
৪৮) getup টা পুরো formal—-kaka(rifat)
৪৯) একখান-আ ভালবাসা
আর এক বুক সাধ—–নাফি।
৫০) কলিগ forever—-orin.
৫১) i love u—-jahangir.
৫২) সাতার—-ovee ece 2k5
৫৩) Imran the vi, tomak vuli nai——-hero ece 2k5
৫৪) ”ur dedication n hardwork will write ur own desired destiny”….——–shaer
তোমার প্রতীক্ষায়, হে প্রিয়!
৪ বছর আগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন